قال النبي صلى الله عليه وسلم: فاذا بلغ فليزوج، فاذا بلغ ولم يزوج فاثمه عليه.
১৪ শত বসর আগে বিশ্বমানবতার রহমত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিভাবকদের আদেশ করে গেছেন: তোমার সন্তানকে বালেগ হওয়ার পর তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করো, যদি বিয়ে না দাও, তারা গুনাহ করলে তোমারা গুনাহের ভাগীদার হবা। (মশকাত)
হে অভিভাবকগণ!!! আপনি আপনার ছেলের ভবিষ্যৎ ভালো চান অবশ্যই, তাহলে তাদের কেনো এমন যঘন্য পাপের রাস্তায় ঠেলে দিচ্ছেন?? যৌবিক পঙ্গু হবার জন্য দায়ী হচ্ছেন???? আপনি যানেন??? আপনার ছেলে মেয়ে বালেগ হবার পর ১৩,১৪ বসর থেকে শুরু করে বিভিন্নভাবে যৌবনের চাহিদা পুরা করে। বিশেষ করে হস্তমৈথুন এ আশোক্ত হয়। আপনি বলুন আপনার সন্তান যদি ১৫/২০ বসর ধরে একাজ করে তাহলে, কী পরিমাণ ক্ষতি হচ্ছে তার। একটু কি বিবেক নাই আপনার। এ রোগ আজ সব মহলেই। মাদরাসা, ভার্সিটি, দীনদার পরিবার, শিক্ষিত পরিবার, ইত্যাদি সবাই আক্রান্ত। বিশেষ করে আমি ঐ অভিভাবকগণকে বলবো, যাদের সামর্থ্য আছে ছেলের পকেট মানি হিসেবে কত টাকা খরচ করেন! অথচ সেই ছেলের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে এর জন্য একটু টাকার মায়ায় বা সামাজিকতার ভয়ে মানুষ কি বলবে , আপনি। আপনার ছেলেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। না পারতেছেন তাকে হস্তমৈথুন থেকে ফেরাইতে না পারতেছেন সমাজের ভয়ে বা মানুষ হবে না এই ভয়ে বা খাওয়াবে কি করে এই ভয়ে বিবাহ দিচ্ছেন না তার ক্ষতি করে রেখে যাচ্ছেন। আপনি তো দুনিয়া ছেড়ে চলে যাবেন , কিন্তু আপনার ছেলের দুনিয়া ও আখেরাত সব শেষ করে যাছছেন। আপনি কি সত্যিই তার যোগ্য অভিভাবক??? সারা জীবন তার পরিবারকে নিয়ে অশান্তিতে বসবাস করবে সে নিজেও শেষ তার পরিবারকেও শেষ করলেন।