আমার বোনের বিয়ে হয়েছে দেড় বছর। হাজবেন্ড সহ ঢাকা বাসায় থাকে, বোন জামাই ভাল একটা জব করে, হ্যান্ডসাম স্যালারি।
তাদের ঢাকার বাসার সব কিছু আব্বু আম্মু সেট করে দিয়ে আসছে, শুধু ফ্রীজ বাদে যা যা লাগে সব দিয়ে আসছে, ফ্যান,খাট,টেবিল,চেয়ার, মানে যা যা লাগে সব দিয়ে আসছে। সেটা সমস্যা নাই।
সমস্যা হলো আমার বোনের সব কিছু আমাদের কেন্দ্রিক। মানে তাদের কেন্দ্র হওয়া তো দরকার ছেলের বাপের বাড়ি। কিন্তু কেন্দ্র হয়েছে মেয়ের বাপের বাড়ি ৷ এতে অবশ্য আমার আম্মুর আশকারা রয়েছে।
যত প্রয়োজন, অভাব,অনটন সব আমাদের মেটাতে হয়। ইভেন তারা বেড়াতে আসে, তাদের রিটার্ন বাসের টিকিট ৬৫০×২৳ আমার আব্বুকেই পে করতে হয়। মানে পরিস্থিতিতে পড়ে যায়। আর এটা শুধু একবার হয়নি, যতবার আসে ততবার হয়।
এখানে এসে সব কাজ আমার বাইক দিয়ে করে, এবার সে সামনের সাসপেন্শন এর ওয়েল সিল কেটে দিয়ে গেছে। আর তেল তো আছেই। সেটা বাদ দিলাম। কিন্তু ঢাকা থেকে আসে যখন তখন আমাদের বাড়ি কেন নামবে? তার বাপের বাড়ি নেই? আমাদের বাড়ি থেকে মাত্র ১৫ কিলো দূরে, একই রাস্তায়। তবুও আমাদের বাড়িতেই নামবে।
আমার আব্বু আম্মু অবশ্য আপত্তি করে না। কিন্তু আমার কেন যেন ব্যাপার টা ভালো লাগে না। আমি খুব ছোট একটা জব করছি, আর সরকারি জবের জন্য স্টাডি করছি। সদ্য মাস্টার্স শেষ করলাম।
এই বিষয়ে আমি আব্বুর কাছে আপত্তি করেছিলাম। আব্বু বলেছে তুমি এই বিষয়ে কোন কথা বলবা না। তাই আর বলিনা।
এখন প্রশ্ন হলো- আমি কি ভুল ভাবছি, তারাই সঠিক?নাকি উলটা?
Support AI
আপনার বাবা মা যদি এই বিষয়ে কোন সমস্যা না দেখে তাহলে আপনার এই বিষয়ে বেশি চিন্তা করার দরকার নেই। কিন্তু আপনার যদি এই বিষয়ে সমস্যা হয় তাহলে আপনি আপনার বোনের সাথে এই বিষয়ে আলাপ করতে পারেন। তার পরেও যদি সমস্যা সমাধান হয় না তাহলে আপনি একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে আ
删除评论
您确定要删除此评论吗?
MD Robel
删除评论
您确定要删除此评论吗?