আম্মা বাজার করতে গেলে সবসময় আমাকে নিয়ে যায়। না, কোন বিশেষ উদ্দেশ্য নাই। আই এম দ্যা মাসল সি ইজ দ্যা ব্রেইন, দ্যাটস ইট!
তো পাইকারি মুদি দোকানে সব সদাই কিনে হিসাব করে দোকানদার বললো 'আন্টী তিন হাজার আটশ পঞ্চাশ টাকা আসছে।'
আম্মাঃ কি বলো, পাইকারী দোকানে আসছি খুচরা কি হিসাব দাও? তিন হাজার আটশ পঞ্চাশ কি আবার?? সমান সমান করে দাও!
দোকানদার ছেলে লজ্জা পেয়ে বললো আচ্ছা আন্টি আপনি সমান সমানই দেন। পঞ্চাশ কম তিন হাজার আটশ দ্যান।
আম্মাঃ আরেহ! সমান সমান মানে আমি বুঝাইসি তিন হাজার টাকা !!!
আম্ম দোকানদারের দিকে তাকায়া আছে
দোকানদার আমার দিকে তাকায়া আছে
আর আমি আকাশের দিকে তাকায়া আছি
মেঘমুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ, সামনে নির্বাচন😶
Support AI
আম্মা একটু চিন্তিত হয়ে বললেন, "ঠিক আছে, তুমি যে হিসাব দিতে চাও তাই দাও। কিন্তু আমি চাই যে আমার পণ্যের মূল্য সঠিক হোক।"
দোকানদার একটু হাসি মুখে বললেন, "আন্টি, আপনি চিন্তা করবেন না। আমি সবসময়
删除评论
您确定要删除此评论吗?